আজ বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। হজের অবশ্যম্ভাবী নিয়ম হিসেবে ঈদুল আজহার এই দিনে কোরবানি দিচ্ছেন হাজিরা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে আজকের ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছিল সৌদি সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সকালেই আরাফাতের ময়দান ত্যাগ করে হাজিরা মিনায় ফিরে যাবেন। সেখান থেকে গিয়েই জামারাহ তথা শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। পরে পশু কোরবানি করবেন। কোরবানির পর মাথা মুণ্ডন করে অথবা চুল ছেঁটে গোসল সেরে এহরাম কাপড় খুলে স্বাভাবিক কাপড় পরবেন। ফের মিনা থেকে মক্কায় গিয়ে তারা কাবা শরিফ ৭ বার তাওয়াফ করবেন এবং কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় এসে আরও ২ দিন অবস্থান করে হজের বাকি কাজ শেষ করবেন।
১২ কিংবা ১৩ জিলহজ শেষবারের মত পাথর নিক্ষেপ করে হাজিরা মিনার তাঁবু ত্যাগ করবেন এবং হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপর মক্কা ত্যাগ করার আগে বিদায়ী তওয়াফ করে যে যার দেশে ফিরে যাবেন।
উল্লেখ্য, এবার মার্স ভাইরাস ঠেকাতে উট কোরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। ফলে হাজিদের অন্য পশু যেমন দুম্বা, মেষ বা ভেড়া কোরবানি দিতে হচ্ছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment