সাধারণ জ্ঞান : দৈনন্দিন বিজ্ঞান- ১ম পর্ব !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 25, 2016

সাধারণ জ্ঞান : দৈনন্দিন বিজ্ঞান- ১ম পর্ব !!!!!


সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞান বিষয় থাকে। প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা প্রয়োজন। কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এ অংশে ভালো করা যায়। তাই বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর : কার্বন মনোঅক্সাইড।

২. প্রশ্ন : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়-
উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।

৩. প্রশ্ন : এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর : হৃৎপিণ্ডের বদ্ধশিরা বেলুনের সাহায্যে ফুলানো।

৪. প্রশ্ন : কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : ৪ সেন্টিগ্রেড।

৫. প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর : শুশুক।

৬. প্রশ্ন : কম্পিউটার ভাইরাস হল‒
উত্তর : এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।

৭. প্রশ্ন : মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
উত্তর : ভূপৃষ্ঠে।

৮. প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
উত্তর : আইসোটোপ।

৯. প্রশ্ন : ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
উত্তর : কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড।

১০. প্রশ্ন : টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট।

১১. প্রশ্ন : তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উত্তর : বায়বীয় পদার্থ।

১২. প্রশ্ন : পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
উত্তর : নিউট্রন ও প্রোট্রন।

১৩. প্রশ্ন : মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
উত্তর : মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে।

১৪. প্রশ্ন : আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তর : মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে।

১৫. প্রশ্ন : প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর : বৃষ্টি।

১৬. প্রশ্ন : রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
উত্তর : গলগণ্ড রোগ নির্ণয়ে।

১৭. প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
উত্তর : সূর্যগ্রহণ।

১৮. প্রশ্ন : বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
উত্তর : পাশাপাশি দুটো দাঁতের দাগ।

১৯. প্রশ্ন : লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
উত্তর : শূন্যঘরে শব্দের শোষণ কম হয়।

২০. প্রশ্ন : কম্পিউটারের কোনটি নেই?
উত্তর : বুদ্ধি-বিবেচনা।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here